Kolkata Police Constable Practice Set 2025

প্রশ্নঃ. নীচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য (Non-electrolyte) পদার্থ নয়?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

(A) গ্লিসারিন (Glycerine)

(B) লবণের দ্রবণ (Salt Solution)

(C) চিনির দ্রবণ (Sugar Solution)

(D) পেট্রোল (Petrol)

উত্তর  (B) লবণের দ্রবণ (Salt Solution)

প্রশ্নঃ একটি আয়তাকার (rectangular) মাঠের দৈর্ঘ্য (length) প্রন্থের (breadth) দ্বিগুণ। মাঠটির ক্ষেত্রফল (area) 338 বর্গমিটার হলে, তার পরিসীমা (perimeter) কত? (মিটারে)

(A) 90

(B) 78

(C) 84

(D) 169

উত্তর (B) 78

প্রশ্নঃ 8,17,36,75, ?- প্রশ্নবোধক চিহ্ন স্থানে কী বসবে?

(A) 145

(B) 152

(C) 150

(D) 154

উত্তর (B) 152

প্রশ্নঃ নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়?

(A) লর্ড মেয়ো

(B) লর্ড কর্নওয়ালিস

(C) লর্ড কার্জন

(D) লর্ড ডালহৌসি

উত্তর: (D) লর্ড ডালহৌসি।

প্রশ্নঃ একটি নৌকা স্রোতের অনুকূলে (downstream) 6 মিনিটে 1 km যায় এবং স্রোতের প্রতিকূলে (upstream) ঘণ্টায় 6 km যায়। স্রোতের গতিবেগ কত (কিমি/ঘণ্টা)?

(A) 6

(B) 4

(C) 3

(D) 2

উত্তর: (D) কিমি/ঘণ্টা

প্রশ্নঃ ছয়জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। A. B-এর দিকে মুখ করে আছে। B. E-এর ডানদিকে ও C-এর বাঁদিকে বসে আছে। C. D-এর বাঁদিকে আছে। F. A-এর ডানদিকে আছে। এরপর D, F-এর সাথে এবং E, B-এর সাথে তাদের স্থান পরিবর্তন করল। এখন C-এর দুপাশে কে কে আছে?

(A) E3F

(B) BF

(C) BD

(D) BE

উত্তর  (C) BD. 

প্রশ্নঃ 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

(A) বোম্বাই

(B) দিল্লী

(C) কলকাতা

(D) মাদ্রাজ

উত্তর (A) বোম্বাই

প্রশ্নঃ I = 9 এবং SLIP = 56 হলে, TASK = ?

(A) 40

(B) 41

(C) 39

(D) 51

উত্তর (D) 51

প্রশ্নঃ কোনো টাকা 20 বছরে সুদে আসলে (Principal+ Interest) 3 গুণ হয়। বার্ষিক সুদের হার (rate of interest) কত?

(A) 20

(B) 10

(C) 5

(D) 15

উত্তর   (B) 10

প্রশ্নঃ P, Q, R, S, T এবং U-এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন। S, Q-এর থেকে ভারী। R শুধুমাত্র T ও P-এর থেকে হালকা। Q সবথেকে হালকা নয় এবং P সবথেকে ভারী নয়। ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে?

(A) S

(B) Q

(C) P

(D) R

উত্তর   (B) Q

প্রশ্নঃ শিখদের পঞ্চ ‘ক’-কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন?

(A) শুরু গোবিন্দ সিং

(B) শুরু হরগোবিন্দ

(C) শুরু রঞ্জিত সিং

(D) গুরু তেগবাহাদুর

উত্তর(A) শুরু গোবিন্দ সিং

প্রশ্নঃ শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘণ্টায় 100 কিমি বেগে যায় এবং ঘণ্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ (average speed) কত? (কিমি/ঘণ্টা)

(A) 119 1/11

(B) 109 1/11

(C) 110

(D) 111 1/11

উত্তর   (B) 109 1/11

13. পিটের ভারত শাসন আইন (Pitt’s India Act) কত সালে পাস হয়েছিল?

(A) 1748

(B) 1784

(C) 1884

(D) 1848

উত্তর   (A) 1748

প্রশ্নঃ SI পদ্ধতিতে তাপমাত্রার একক (Unit) কী?

(A) ডিগ্রি (Degree)

(B) ফারেনহাইট (Fahrenheit)

(C) সেলসিয়াস (Celsius)

(D) কেলভিন (Kelvin)

উত্তর   (D) কেলভিন (Kelvin)

প্রশ্নঃ সোমা হল দীপের মা। আবার সোমা হল রমেশের বোন এবং রমেশ হল চন্দ্রার ভাই। দীপ চন্দ্রার কে হয়?

(A) কাকার ছেলে (Uncle’s son)

(B) বোনপো (Sister’s son)

(C) ভাইপো (Nephew)

(D) ভাই (Brother)

উত্তর   (C) ভাইপো (Nephew)

প্রশ্নঃ এক ব্যক্তি বার্ষিক 12-% সরল সুদের হারে (rate of simple interest) কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন। চার বছর পর সুদ (interest) হিসাবে ব্যাঙ্কে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন?

(A) 2500

(B) 2450

(C) 3000

(D) 2400

উত্তর(A) ২৫০০

প্রশ্নঃ NATIONALISM শব্দটির প্রতিটি স্বরবর্ণ (vowel)-কে ঠিক তার পরের বর্ণটি (letter) দ্বারা প্রতিস্থাপিত (replaced) করা হলে এবং প্রতিটি ব্যঞ্জনবর্ণ (consonant)-কে ঠিক তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত (replaced) করা হলে, নতুন বর্ণশ্রেণির বাঁদিক থেকে সপ্তম বর্ণটি কী হবে?

(A) M

(B) N

(C) B

(D) L

উত্তর (B)

প্রশ্নঃ ‘ঝুলন্ত উপত্যকা’ (Hanging Valley) নিম্নলিখিত কীসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ?

(A) হিমবাহ (Glacier)

(B) নদী (River)

(C) আগ্নেয়গিরি (Volcano)

(D) সমুদ্র (Sea)

উত্তর (A) হিমবাহ (Glacier)

19. 8, 17, 26, 35.7 প্রশ্নবোধক চিহ্ন স্থানে কী বসবে?

(A) 52

(B) 44

(C) 42

(D) 39

(A) 52

উত্তর (B) 44

প্রশ্নঃ কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে?

(A) লোকসভার স্পিকার

(B) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া

(C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

(D) অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া

উত্তর (B) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া

21. কত টাকার 60%, 90 টাকার 83-%-এর সমান?

(A) 160

(B) 135

(C) 175

(D) 125

উত্তর   (D) 125

প্রশ্নঃ Y হল X-এর পুত্র। S হল R-এর পুত্র। Y, P-এর সাথে বিবাহিত। P হল R-এর কন্যা। Y, S-এর কে হয়?

(A) কাকা

(B) ভগ্নীপতি

(C) শালা

(D) মামা

উত্তর হলো (C) শালা

প্রশ্নঃ 45 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের (square) চারিদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে, যদি তার গতিবেগ (speed) 9 কিমি/ঘণ্টা হয়?

(A) 96

(B) 80

(C) 72

(D) 144

উত্তর   (D) 144

প্রশ্নঃ একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে?

(A) 200

(B) 240

(C) 180

(D) 300

উত্তর   (A) 200

প্রশ্নঃ নীচের কোনটি একটি এককোষী (Unicellular) প্রাণী নয়?

(A) ফিতাকৃমি (Tapeworm)

(B) নীলাভ-সবুজ শৈবাল (Blue-green algae)

(C) ব্যাকটিরিয়া (Bacteria)

(D) অ্যামিবা (Amoeba)

উত্তর হলো (A) ফিতাকৃমি (Tapeworm)

প্রশ্নঃছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কী?

(A) জব্বলপুর

(B) রায়পুর

(C) ভোপাল

(D) বিলাসপুর

উত্তর: (B) রায়পুর

প্রশ্নঃ ACNE-এর সংকেত 3. 7. 29, 11 হলে, BOIL-এর সংকেত কী হবে?

(A) 5, 29, 19, 27

(B) 5, 31, 19, 25

(C) 5, 31, 21, 25

(D) 5, 29, 19, 25

উত্তর হল (B) 5, 31, 19, 25

প্রশ্নঃ দুজন সৈন্য A ও B যথাক্রমে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল। তাদের দুজনকেই বলা হল, “বাঁয়ে মুড়, পিছে মুড়, ডাঁয়ে মুড়, বাঁয়ে মুড়”। এখন, A ও B যথাক্রমে কোন দিকে মুখ করে আছে?

(A) দক্ষিণ, উত্তর

(B) পশ্চিম, পূর্ব

(C) পূর্ব, পশ্চিম

(D) উত্তর, দক্ষিণ

উত্তর হল (A) দক্ষিণ, উত্তর

প্রশ্নঃ স্প্রিং তুলার (Spring Balance) মাধ্যমে বস্তুর কী পরিমাপ করা হয়?

(A) অভিকর্ষজ ত্বরণ (Gravitational acceleration)

(B) ভার (Weight)

(C) ভর (Mass)

(D) বল (Force)

উত্তর হল: (B) ভার (Weight)

প্রশ্নঃ নিম্নলিখিত কোন সম্রাট ‘বাংলার আকবর’ নামে পরিচিত ছিলেন?

(A) বরকত শাহ

(B) হুসেন শাহ

(C) ইলিয়াস শাহ

(D) হুমায়ূন শাহ

উত্তর (B) হুসেন শাহ

প্রশ্নঃ রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গিয়ে বামদিকে ঘুরে 20 কিমি যাওয়ার পর আবার বামদিকে ঘুরে 10 কিমি গেল। এরপর উত্তর দিকে 7 কিমি যাওয়ার পর ডানদিকে ঘুরে 5 কিমি গিয়ে যাত্রা শেষ করল। বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত (কিমি)?

(A) 15

(B) 10

(C) 5

(D) 13

উত্তর হল (D) 13

প্রশ্নঃ নীলগিরির উচ্চতম শৃঙ্গের (Peak) নাম কী?

(A) পরেশনাথ

(B) সহ্যাদ্রি

(C) অগস্ত্যকূটম

(D) দোদাবেতা

উত্তর   (D) দোদাবেতা (Doddabetta)

প্রশ্নঃ কোনো নিয়ম অনুযায়ী GROWTH-কে HQPVUG এবং FOUR-কে GNVQ লেখা হলে, ওই নিয়ম অনুযায়ী BOOKWARM-কে কী লেখা হবে?

(A) CNNJXQSL

(B) CNPJXZSL

(C) CNNJXZSL

(D) CNPJVZSL

উত্তর   (A) CNNJXQSL

প্রশ্নঃ পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

(A) প্রথম রাজরাজ

(B) তৃতীয় গোবিন্দ

(C) দ্বিতীয় পুলকেশী

(D) নরসিংহবর্মন

উত্তর   (D) নরসিংহবর্মণ (প্রথম)

প্রশ্নঃ ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সঃ জেমস বন্ডঃ?

(A) ইয়ান ফ্লেমিং

(B) সিডনি সেলডন

(C) লুইস ক্যারল

(D) লিও টলস্টয়

উত্তর হলো (A) ইয়ান ফ্লেমিং

প্রশ্নঃ 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন?

(A) কলকাতা

(B) হরিপুরা

(C) চৌরিচৌরা

(D) ত্রিপুরী

উত্তর   (B) হরিপুরা

প্রশ্নঃ কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় (discount) পেলে মোটের ওপর কত ছাড় (discount) পেলেন (শতকরা হারে) (rate of percentage)?

(A) 30

(B) 20

(C) 15

(D) 28

উত্তর হল (D) 28

প্রশ্নঃপটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ (Solution) কী বর্ণের হয়?

(A) হলুদ (Yellow)

(B) কমলা (Orange)

(C) লাল (Red)

(D) বেগুনি (Violet)

উত্তর হল: (D) বেগুনি (Violet)

প্রশ্নঃএকজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, “তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী”। পুরুষটি মহিলাটির কে হন?

(A) পিসেমশাই (Paternal aunt’s husband)

(B) কাকা

(C) খুড়তুতো ভাই (Cousin brother)

(D) মামা

(A) পিসেমশাই (Paternal aunt’s husband)

প্রশ্নঃ নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে (Synthesis) সহায়তা করে?

(A) সেন্ট্রিওল

(B) রাইবোজোম

(C) লাইসোজোম

(D) কোষগহ্বর (vacuole)

উত্তর হলো (B) রাইবোজোম

প্রশ্নঃ7,0,0,5 দ্বারা গঠিত বৃহত্তম (greatest) ও ক্ষুদ্রতম (smallest) চার অঙ্কের সংখ্যা (four digit number) দুটির পার্থক্য হল

(A) 2943

(B) 2593

(C) 2493

(D) 2395

উত্তর (C) ২৪৯৩

প্রশ্নঃমানবশরীরে মোট কত জোড়া (pair) লালাগ্রন্থি (Salivary gland) থাকে?

(A) চারজোড়া

(B) দুজোড়া

(C) একজোড়া

(D) তিনজোড়া

(D) তিনজোড়া

প্রশ্নঃ পটাশিয়াম (Potassium)-এর রাসায়নিক সংকেত (Chemical formula) কী?

(A) Na

(B) P

(C) K

(D) Pt

উত্তর   (C) K

প্রশ্নঃ Z=1,A=26 এবং GOAT=65 হলে, FATI =?

(A) 68

(B) 78

(C) 72

(D) 82

উত্তর   (C) 72

প্রশ্নঃ CX, FU, IR, ?, OL, RI- প্রশ্নবোধক চিহ্ন স্থানে কী বসবে?

(A) KO

(B) LO

(C) MO

(D) MN

উত্তর   (C) MO

প্রশ্নঃ গ্রানাইট (Granite) কোন ধরনের শিলার (rock) উদাহরণ?

(A) ভূগর্ভস্থ শিলা (Underground rock)

(B) আগ্নেয় শিলা (Igneous rock)

(C) পাললিক শিলা (Sedimentary rock)

(D) রূপান্তরিত শিলা (Metamorphic rock)

উত্তর   (B) আগ্নেয় শিলা (Igneous rock)

প্রশ্নঃকোনটি বৃহত্তম (greatest) নির্ণয় করো: 5/9, 0.23, sqrt(25/49), (0.8) ^ 2

(A) (0.8) ^ 2

(B) 0.23

(C) 5/9

(D) sqrt(25/49)

উত্তর   (D) sqrt(25/49)

প্রশ্নঃ মহম্মদ বিন তুঘলক তাঁর রাজধানী দিল্লী থেকে কোথায় স্থানান্তরিত করেন?

(A) তাজোর

(B) পাটলিপুত্র

(C) দেবগিরি

(D) কনৌজ

উত্তর   (C) দেবগিরি

প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের (rectangle) দৈর্ঘ্য (length) ও প্রস্থ (breadth) 20% হ্রাস করা হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল (area) কত শতাংশ (percentage) হ্রাস পায়?

(A) 32

(B) 36

(C) 24

(D) 30

উত্তর   (B) 36

প্রশ্নঃ 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় 70 কিমি বেগে (speed) চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু (bridge) অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে?

(A) 30

(B) 18

(C) 16

(D) 24

উত্তর   (B) 18

প্রশ্নঃ- 1 + 2 + 3 +…+25 সংখ্যাক্রমের (number series) যোগফল (sum) কত?

(A) 300

(B) 225

(C) 325

(D) 350

উত্তর   (C) 325