পঞ্চায়েতের যে কোন সার্টিফিকেট এখন পাওয়া যাবে বাড়িতে বসে অনলাইন থেকে, কিন্তু কি ভাবে পাবেন,

সংক্ষিপ্ত তথ্যইনকাম সার্টিফিকেট ,বাসিন্দা সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ পঞ্চায়েতের আরো যে কোন সার্টিফিকেট  পাবেন এখন  অনলাইন থেকে বাড়িতে বসে  । এই সমস্ত সার্টিফিকেট নেওয়ার জন্য এখন আর সময় নষ্ট না করে বাড়িতে বসে পাবেন আর  আপনাকে পঞ্চায়েতে যেতে হবে না ।

বাড়িতে বসে মোবাইল বা লেপটপ এর সাহায্যে  অনলাইন থেকে এই সমস্ত সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে  । আবেদন করার  জন্য  কোন ফি  দিতে হবে না  । আবেদন করার পর সার্টিফিকেট টাও  পারবেন অনলাইন থেকেই । অর্থাৎ পঞ্চায়েতের সমস্ত  সার্টিফিকেট  সম্পূর্ণ অনলাইন  করে দেওয়া হয়েছে । আপনার নির্দিষ্ট ডকুমেন্টস  আপলোড করেই যেকোনো ব্যাক্তি পঞ্চায়েতের যে কোন প্রয়োজনীয় সার্টিফিকেট  এর জন্য আবেদন করতে পারবেন ।

পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা যে কোন জায়গা থেকে তার গ্রাম পঞ্চায়েত থেকে নিম্নলিখিত সার্টিফিকেট গুলি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন নিজের মোবাইল দিয়ে  ।

পঞ্চায়েতের যে সার্টিফিকেট পঞ্চায়েতের যে সার্টিফিকেট গুলি বাড়িতে বসে অনলাইনে বানাতে পারবেন
1. আয়ের সার্টিফিকেট (Income Certificate)
2. আবাসিক সার্টিফিকেট ( Resident Certificate )
3. চরিত্রের সার্টিফিকেট Character Certificate )
4. জাতিরসার্টিফিকেট ( Cast Certificate )

Read More – ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড নিয়োগ ২০২৫, শীঘ্রই আবেদন করুন

উপরের  সার্টিফিকেট গুলি পাওয়ার জন্য যে সব ডকুমেন্টস লাগবে  :-

  ১. আবেদনকারীর  একটি পাসপোর্ট সাইজ ফটো
২.  এড্রেস ও পরিচয় পত্র হিসেবে দুটি ডকুমেন্ট  লাগবে অনলাইনে আপলোড করার জন্য ।
 সমস্ত কিছু ভেরিফাই হওয়ার পর সেই ব্যক্তির নামে নির্দিষ্ট সার্টিফিকেট ইস্যু করা হবে ।

 

IMPORTENT LINK
APPLY ONLINEClick Hera
Official WebsiteClick Hera