সম্প্রতি
মিত্র ভারতের জন্য নিজেদের সেনা উৎসর্গের প্রস্তাব নিয়ে হাজির ফ্রান্স, ভারতে ফ্রান্স থেকে মাসে আসছে আরো যুদ্ধবিমান
ফরাসি বিপ্লবের আদর্শ,মিত্রের জন্য নিজের সেনা উৎসর্গেরপ্রস্তাব নিয়ে হাজির নেপোলিয়ানের দেশ
বিপদে পাশে সেই পুরোনো চেনা বন্ধু। লাদাখ সংঘাত ইস্যুতে এবার ভারতের পাশে দাঁড়াল ফ্রান্স। প্রয়োজনে বন্ধু ভারতের জন্য চিনের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ফরাসি সৈনিকরা। ভারতের সঙ্গে কাধে কাধ মিলিয়ে লড়বে ফ্রান্স। বুধবার এমন বার্তাই দিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্ল।
উল্লেখ্য, চলতি সংঘাতের আবহে ফ্রান্সই প্রথম দেশ যারা যুদ্ধে ভারতকে সরাসরি নিজেদের সেনা উৎসর্গের প্রস্তাব দিয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই ভারত সফরে আসছেন ফ্লোরেন্স পার্লি। রাজনাথ সিংহের সঙ্গে কথা বলবেন লাদাখ ইস্যু থেকে রাফাল হস্তান্তর নিয়ে। আর সেই সফরের আগে ভারতের জন্য সেনা উৎসর্গের কথা জানিয়ে আসন্ন কূটনৈতিক সফরের সুরই বেধে দিলেন পার্লি।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই ভারতে আসছে বহু প্রতীক্ষিত ফ্রান্সের রাফালে যুদ্ধবিমান। প্রথম দফায় ৬ টি বিমান আসবে। এরপর আসবে বাকি ৩৬টি বিমান। collected link : jugasankha . in / france-stands-with-india-galwan-conflict-against-china-france-wants-to-contribute-its-troops-for-india/

উল্লেখ্য, চলতি সংঘাতের আবহে ফ্রান্সই প্রথম দেশ যারা যুদ্ধে ভারতকে সরাসরি নিজেদের সেনা উৎসর্গের প্রস্তাব দিয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই ভারত সফরে আসছেন ফ্লোরেন্স পার্লি। রাজনাথ সিংহের সঙ্গে কথা বলবেন লাদাখ ইস্যু থেকে রাফাল হস্তান্তর নিয়ে। আর সেই সফরের আগে ভারতের জন্য সেনা উৎসর্গের কথা জানিয়ে আসন্ন কূটনৈতিক সফরের সুরই বেধে দিলেন পার্লি।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই ভারতে আসছে বহু প্রতীক্ষিত ফ্রান্সের রাফালে যুদ্ধবিমান। প্রথম দফায় ৬ টি বিমান আসবে। এরপর আসবে বাকি ৩৬টি বিমান। collected link : jugasankha . in / france-stands-with-india-galwan-conflict-against-china-france-wants-to-contribute-its-troops-for-india/
এরকম নিত্য নতুন তথ্য জানতে HelpBangla.com নিয়মিত ভিজিট করুন।