All SubjectsApps Review
MX Player দিয়ে Live Tv চ্যানেল দেখার নিয়ম
আমরা সবাই কম বেশি Tv দেখতে পছন্দ করি এবং এটা আর বলতে হচ্ছে না যে Tv র মাধ্যমে দেশ বিদেশের খবর, তথ্য বা খেলাধুলা সহ নানা অনুষ্ঠান সব কিছু উপভোগ করতে পারি।
তো আমরা বেশি ভাগ সময় Cricket বা Football খেলা দেখার সময় বিদ্যুৎ চলে যায় বা অন্যরা অন্য চ্যানেল দেখতে চায়। এই সমস্যার জন্য এখন একটা এপ্স আপনাদের কাছে শেয়ার করতেছি যে এপ্সের মাধ্যমে আপনি MX Player ব্যবহার করে যেকোন চ্যানেল বা যেকোন চ্যানেল Live খুব সহজে দেখতে পারবেন।
তো প্রথমে এই জায়গায় ক্লিক করে ১০ এমবির এপ্সটা download করে নিন।
এখন এপ্সটা open করুন দেখুন কতগুলো টিভি চ্যানেল চলে আসছে।
সব গুলো টিভি চ্যানেল আপনি Live চালিয়ে দেখতে পারবেন।
এখন যে টিভি চ্যানেলটা Live দেখবেন তার উপর ক্লিক করুন।
তারপর আসা অপশনগুলো হতে যেটা আপনার ভাল লাগে বা MX Player সিলেক্ট করুন।
দেখুন খেলার চ্যানেল টার্চ করা মাত্র সহজেই Live cricket খেলা শুরু হয়ে গেছে এভাবে আপনার ইচ্ছা হলে সব TV চ্যানেলগুলো দেখতে পারবেন।
এরকম নিত্য নতুন টিউন পেতে HelpBangla.com প্রতিদিন visit করুন ধন্যবাদ।
এরকম নিত্য নতুন তথ্য জানতে HelpBangla.com নিয়মিত ভিজিট করুন।