Facebook And Youtube Tips
ফেসবুকে নাম পরিবর্তন করুন ৬০ দিনের আগেই
Facebook Tips And Tricks : আপনারা সবাই নিশ্চই জানেন যে একবার ফেসবুক নাম পরিবর্তন করার পর ৬০ দিনের আগে ফেসবুক নাম পরিবর্তন করা যায় না।
আর এরকম কারণে অনেকেই নানান সময় নানা রকম সমস্যায় পড়তে পারেন।
আর এরকম কারণে অনেকেই নানান সময় নানা রকম সমস্যায় পড়তে পারেন।
তো আমি আজকে আমার facebook tips এ আপনাদের শেখাবো কি করে একবার ফেসবুক নাম পরিবর্তন করার ৬০ দিনের মধ্যেই ফেসবুকে আপনার নাম পরিবর্তন করবেন।
৬০ দিনের আগে ফেসবুক নাম পরিবর্তন এটা খুবই সহজ কিন্তু যেহেতু অনেকেই ৬০ দিনের আগে ফেসবুক নাম পরিবর্তন এর প্রক্রিয়া জানেন না তাদের জন্য এটা অনেক কস্টের।
1. প্রথমে আপনার facebook account এর settings এ যান।
2. Ganaral ক্লিক করে Name অপশনের পাশে Edit এ ক্লিক করুন।
3. এবার আসা লেখাটিতে Learn More ক্লিক করুন ও পরবর্তী পেজ এ গিয়ে আবার লেখার নিচের let us know এ বা এখানে ক্লিক করুন।
এবার নিচের মত একটা page পাবেনঃ
2. এবার দ্বিতীয় ফাঁকা ঘরে আপনার নামের মাঝের অংশটি দিন, যদি আপনার নাম ৩ শব্দের না হয় মানে মধ্য অংশ না থাকে তবে কিছু না দিলেও চলবে।
3. তৃতীয় ঘরে আপনার নামের সর্বশেষ অংশটি লিখুন, ( যেমন ধরুন আপনার নাম “সন্দীপন চামলা” তাহলে উপরের তৃতীয় ঘরে লিখবেন চামলা )
4. এবার চতুর্থ অপশনে আপনাকে বলতে হবে আপনি কি কারনে আপনার ফেসবুক নাম পরিবর্তন করতে ইচ্ছুক, এই জায়গায় প্রয়োজনীয় কারণ দিন বা spelling mistake দিন ।
5. এবার একটা Upload options পাবেন এখানে কোন কার্ড যেমন :- NID, birth certificate, School id ইত্যাদির একটির ভাল ছবি তুলে আপলোড দিন, অবশ্যই আপনি এখন যে নামে আপনার ফেসবুক নাম পরিবর্তন করতে চাচ্ছেন সে নামের উপর কার্ডটা হতে হবে।
তবে যদি আপনার যদি এধরণের কোন ধরণের কার্ড না থাকে তবে আপনার নিজের যেকোন একটি ভাল ছবি এখানে upload দিয়ে দিন, যদি আপনার ভাগ্য ভালো হয় তবে কার্ড ছাড়া ছবি দিয়েই কাজ হতে পারে।
6. সব শেষ সবকিছু ঠিক আছে কিনা চেক করে Send ক্লিক করুন।
এর পর একটি নিশ্চিতকরন বার্তা দেখার পর আপনার,ফেসবুক নাম পরিবর্তনের জন্য আপনাকে সর্বোচ্চ ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে, এটা সাধারণত কয়েক ঘন্টার মধ্যে হয় ।
tags : ফেসবুক নাম পরিবর্তন
এরকম নিত্য নতুন তথ্য জানতে HelpBangla.com নিয়মিত ভিজিট করুন।