Mobile Tips amp; Tricks
English movie hindi dubbed করে দেখুন Mx player দিয়ে
আমরা সবাই Movie দেখতে পছন্দ করি। আমরা প্রায় সবাই Hollywood Movie দেখতে পছন্দ করি।কারন Hollywood Movie গুলোতে প্রযুক্তির ব্যবহার করা হয় খুবই নিখুত ভাবে।
যারা Hollywood Movie দেখেন marvel studio কথাই বলি হাতে গোনা মানুষ পাওয়া যাবে যারা marvel studio এর Super হিরো মুভি গুলো দেখতে Like করে না।কিন্ত Hollywood Movie সমস্যা একটা যে আমরা কেউ তেমন সম্পূর্ণ ভালো করে English বুঝি না এর ফলে Movie দেখতে খুব অসুবিধা হয়।অনেকে আবার Hollywood Movie ভালো করে বোঝার জন্য Sub-tittle ব্যবহার করে।
যদিও বাংলা ভাষায় দেওয়ার ইচ্ছা থাকলেও বাংলায় এমন কোন System দেখিনি, এখন ৪-৫ বছরের বাচ্চারাও হিন্দিতে মোটুপাতলু দেখে, Hollywood Movie যদি English না হয়ে hindi ভাষায় পাওয়া যায় তাহলে ভাষা নাবুঝার সমস্যাগুলো থেকে সমান্য হলেও মুক্তি পাওয়া যায় । Hollywood Movie এর ভাষার সমস্যা থেকে বাচাঁর জন্য আমি একটা trick দিব।
আসুন জেনে নিই, কিভাবে যেকোনো Hollywood Movie হিন্দিতে দেখবেন। যেকোনো Hollywood Movie হিন্দিতে দেখার জন্য আপনাকে প্রথমে একটা website click here to visit এ গিয়ে আপনার ফোনে থাকা Hollywood Movie এর নাম লিখে সার্চ করুন।
মানে যে Hollywood Movie আপনার কাছে english আছে সেই Movie এর নাম screenshot এ দেখানো জায়গায় লিখে Search দিন।আমার কাছে Guardians of the Galaxy Vol. 2 english dubbed আছে তাই আমি search box এ এই Movie র নাম লিখে search করলাম।
তারপর আপনি যে Movie search দিয়েছিলেন তার hindi থাকলে এরকম আসবে।
Search এ আসলে এবার Movie নামের উপর টার্চ করুন।
তারপর আপনার নিজের ইচ্ছা মতো quality এর Hindi audio track download করুন।
Download হয়ে যাবার পর.আপনার ফোনের mx player open করুন।
তারপর যে Movie এর hindi audio track Download করেছেন সেই Movie চালু করুন।
তারপর 3dot manu এ ক্লিক করে নিচের screenshot ফলো করুন।
তারপর Audio লিষ্ট থেকে যে hindi audio track download করেছেন সেটি select করুন এবং Movie hindi dubbed দেখুন ।
এভাবে খুব সহজেই Hollywood Movie হিন্দিতে দেখতে পারবেন।
সৌজন্যে: HelpBangla.com
এরকম নিত্য নতুন তথ্য জানতে HelpBangla.com নিয়মিত ভিজিট করুন।