Games Review
অফলাইন গেম খুজঁছেন? নিয়ে নিন অ্যান্ড্রয়ডের সেরা অফলাইন গেম!
কেমন আছেন বন্ধুরা,নিশ্চয়ই ভালো?আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
লেখক ArifulsHut
কখনো কি আমার মতো কাথা মুড়ি দিয়ে গেম খেলেছেন?! যদি না খেলে থাকেন তাহলে এদিকে আসুন। আজ আপনাদের সাথে আলোচনা করবো এমন একটি গেম নিয়ে যেটি আমার মতো কাথা মুড়িয়ে শুয়ে শুয়ে খেলতে আপনার এক অন্য রকম অভিজ্ঞতা হবে।
আপনারা যারা এখনো নিনজা গেম খেলেন নি তারা অনেক বড় কিছু মিস করে ফেলেছেন। আর যারা খেলেছেন তারাতো যানেন ই নিনজা গেমের মজা। নিনজা গেম হলো অ্যাডভেঞ্চারপূর্ণ থ্রিলিং গেম। যার প্রতি লেভেলে আপনি পাবেন চরম উত্তেজনা।
নিনজা আরাশি :
অনেকেই হয়তো বা খেলেছেন গেমটি। কেননা যারা নিনজা লাভার তারাতো এটা মিস করতেই পারে না! আমি মনে করি এটি অ্যানড্রয়েডের সেরা অফলাইন গেম। সচরাচর এতো ভালো গ্রাফিক্সের অফলাইন গেম দেখা যায় না।
এই গেমের অসাধারণ গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। আর একটা কথা না বললেই নয়! গেমটির সাউন্ড এন্ড মিউজিক! এক কথায় অসাধারণ। আপনি নিজে কানে হেডফোন লাগিয়ে গেমটি একবার খেলে দেখিয়েন। তাহলে আমার মতো আপনি ও নিনজা আরাশির ফ্যান হয়ে যাবেন।
অনেকতো বকবক করলাম,কিন্তু এই রিভিউ পরার পর আপনারা যদি একটিবার গেমটি না খেলেন তাহলে তো সব বৃথা!
ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে আর শুরু করে দিন
PLAY STORE
PLAY STORE
এরকম নিত্য নতুন তথ্য জানতে HelpBangla.com নিয়মিত ভিজিট করুন।